হেলাল উদ্দীন বাগমারা : আসন্ন ১৬ জানুয়ারী রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন বিএনপি মেয়র প্রার্থী।
বুধবার বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক তার পক্ষে গণসংযোগ শুরু করেছেন। উপজেলার পাহাড়পুর এলাকায় ধানের শীষ প্রতীকের লিফলেট হাতে নিয়ে ভোটারদের কাছে গিয়ে দোয়া ও ভোট চাচ্ছেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতীক পাওয়ার প্রথম দিনে তিনি প্রচার-প্রচারণা চালান।
সাবেক মেয়র আব্দুর রাজ্জাক প্রামানিক তার সময়ের উন্নয়ন তুলে ধরেন ভোটারদের কাছে। এ সময় তার সাথে ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুজুর আলী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহম্মেদ, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক আহসান হাবিব প্রমুখ।