নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। দুপুর ১:৩৩। ১৫ অক্টোবর, ২০২৫।

বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত

অক্টোবর ১৪, ২০২৫ ১০:২৬
Link Copied!

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় অংশীজনদের অংশগ্রহণে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) অনুষ্ঠিত হয়েছে।

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ভবানীগঞ্জ পৌরসভায় এই প্রোগ্রামের আয়োজন করা হয়।

Improved Urban Governance and Infrastructure Project (IUGIP) -প্রকল্প এর আওতায় ভবানীগঞ্জ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে ও জনগণের চাহিদার ভিত্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  এবার একশ’ হলো না বাংলাদেশের, হারল বিশাল রানে

এর উদ্দেশ্য মূলত স্থানীয় পর্যায়ের প্রয়োজন ও চাহিদা সমূহ চিহ্নিত করা, তা বিশ্লেষণ করা এবং সমাজের বিশেষ অংশ যেমন নারী, দরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের মতামতকে গুরুত্বসহ বিবেচনায় নেওয়া।

উপজেলা পরিষদ মিলনায়তনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অংশগ্রহণকারীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভবানীগঞ্জ পৌর প্রশাসক মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফিউল্লাহ নেওয়াজ, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার বিভাগের নগর পরিকল্পনাবিদ সাইফুর রহমান, জুনিয়র নগর পরিকল্পনাবিদ মনজুরুল ইসলাম সাগর, প্রজেক্ট ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ভবানীগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুল ইসলাম প্রমুখ। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন ওয়ার্ডের নানান শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ড্যাটেক্স, ডেবকন এবং জিপ্যাড। গত সোমবার থেকে শুরু হয়েছে এই প্রোগ্রাম চলবে বুধবার পর্যন্ত। এরই মধ্যে পৌরসভার ১-৬ নং ওয়ার্ড এর বিভিন্ন শ্রেণির লোকজন নিয়ে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।