নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ১০:০৬। ২১ আগস্ট, ২০২৫।

বাগমারার শ্রীপুর ইউনিয়নের ডাক্তার আব্দুল বারীর পথসভা

আগস্ট ২০, ২০২৫ ১০:৫৩
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ করছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নে গনসংযোগ করেন তিনি।

উপজেলা সদর ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে কয়েকশো মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ডাঃ আব্দুল বারী মতবিনিময় সভা করেন। এ সময় শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও বাজারে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

আরও পড়ুনঃ  কলকাতার প্রেক্ষাগৃহে শুভশ্রীর পূজায় মাতল দর্শক

এসময় তিনি নিজের জন্য দোয়া ও সমর্থন চান তাদের কাছে। তিনি বলেন, আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকবে এবং শান্তিতে ঘুমাবে। দেশে জামায়াত ইসলামী নির্বাচিত হলে প্রতিটি সেক্টরের দুর্নীতি দূর করা হবে। এছাড়াও তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের মতো অপরাধ কঠোর হাতে দমন করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণিতে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ

গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী রাজশাহী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারি মাসুদুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।