হেলাল উদ্দীন ,বাগমারা : রাজশাহীর বাগমারা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আহম্মেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক মামুনুর রশিদ মামুন, জিল্লুর রহমান, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক আবু বাককার সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মমিনুল হক সবুজ, নাজিম হাসান, আকবর আলী, জিল্লুর রহমান দুখু, নুর কুতুবুল আলম, শামীম রেজা, আব্দুল মতিন, ফারুক আহমেদ প্রমূখ। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের সর্বাত্বক সহযোগীতা কামনা করেছেন। এছাড়াও একে অপরের সহযোগী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩