স্টাফ রিপোর্টার,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে কার্যকর জবাবদিহি মূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান । সভা শেষে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবীর নিজ অর্থায়নে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যদের মধ্যে শীতবস্ত্র (চাদর) বিতরণ করা হয়েছে।