হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে’’জয়িতা অন্বেষণে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুমিত এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, জেলা পষিদের সদস্য নারগিস বেগম।
বক্তব্য শেষে অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী নার্গিস খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ববিতা রাণী, সফল জননী শ্রীমতি কনিকা রাণী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী কহিনুর বানু এই চার জয়িতাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এর আগে কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়।
5