হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপজেলার ১৬টি ইউনিয়নের ১৯২ জন নব-নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য শপথ গ্রহণ করেন। এর মধ্যে ৪৮ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৪৪ জন সাধারণ সদস্য। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান। গত ৫ জানুয়ারি বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নের এক যোগে অনুষ্ঠিত হয় নির্বাচন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় নির্বাচন। উপজেলার ১৬টি ইউনিয়ন হলো গোবিন্দপাড়া, নরদাশ, দ্বীপপুর, বড়বিহানালী, আউচপাড়া, শ্রীপুর, বাসুপাড়া, কাচারী কোয়ালীপাড়া, শুভডাঙ্গা, মাড়িয়া, গনিপুর, ঝিকরা, গোয়ালকান্দি, হামিরকুৎসা, যোগীপাড়া এবং সোনাডাঙ্গা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রবিউল করিম, মনিরা খাতুন, মকলেছুর রহমান সহ কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মোহম্মদ আলী, চেয়ারম্যান আলমগীর সরকার, আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আব্দুল মমীত। এর আগে ১৬টি ইউনিয়নের নবনির্বাচত চেয়ারম্যানগণ ১৬ ফেব্রুয়ারি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ গ্রহণ করেন।