হেলাল উদ্দীন,বাগমারা : মহামারি করোনা ভাইরাসের সংক্রামন ও মৃত্যুহার কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সরকারি সিদ্ধান্ত হওয়ায় বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে এই দেশব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠান ঘোষনা আসায় শিক্ষার্থীসহ অভিভাবক মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার এই ঘোষনা আসায় ছাত্রলীগও বসে নেই।
তারাও শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রাক্কালে পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ গ্রহন শুরু করেছে। গতকাল বুধবার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ চত্তর ও শ্রেণি কক্ষ পরিস্কার পরিচ্ছন্ন কাজ শুরু করেছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন ও সাধারন সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে এ সময় ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সারোয়ার ইসলাম রাকিব, নাইমুল সোহাগ, রহিম, পারভেজ, তিতাস সহ কলেজের কর্মচারী আব্দুল খালেক, রতন, মোসলেম প্রমূখ।