হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় ও আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা মুজিববর্ষ উপলক্ষে দেশের সকল গৃহহীন মানুষকে ঘর তৈরি করে দেয়া হয়েছে। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তররের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের নানামূখী উন্নয়ন কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করা কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য হওয়া উচিত। ব্যক্তি স্বার্থের উর্দ্ধে থেকে সরকারী দায়িত্ব পালন করে যেতে হবে। জনপ্রতিনিধিদের বলেন, এলাকার উন্নয়নের ক্ষেত্রে সকল জনপ্রতিনিধিকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক ভাবে পরিবর্তন ঘটাতে হবে। সেই সাথে কেউ যেন অবৈধ ভাবে দীঘি খনন করতে না পারে সে ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উপজেলা জুড়ে আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। যে সকল রাস্তা-ঘাটের উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে শেষ করতে দপ্তর প্রধানদের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্প্রতি বাগমারায় আলোচিত স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ধর্ষণ মামলা দিয়ে স্বামীকে কারাগারে প্রেরণের বিষয়ে আইন শৃংখলা সভায় উপস্থাপন করেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল। তদন্ত ছাড়াই অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে গ্রহণ করায় ক্ষোভ প্রকাশ করেন এমপি এনামুল হক। সঠিক তথ্য অনুসন্ধানের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে মামলাটি নিষ্পত্তি করে পরবর্তী আইন শৃংখলা সভায় উপস্থাপনের জন্য বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এ ধরনের স্পর্শ কাতর কোন মামলা তদন্ত ব্যাতিরেখে নথিভূক্ত না করার জন্য পরামর্শ প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদের সঞ্চালনায় মাসিক সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, কৃষি অফিসার রাজিবুর রহমান, এলজিইডি’র প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার গোলাম রাব্বানী, প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম. মাহাবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, বাগমারা থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম, বন কর্মকর্তা জোনাব আলী, বিদ্যুৎ অফিসের ডিজিএম মিনারুল ইসলাম, চেয়ারম্যান আলমগীর হোসেন, আব্দুল হাকিম প্রামানিক।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যানগণ এবং মাসিক সমন্বয় সভার সদস্যবৃন্দ।
6