স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় বাঘা উপজেলা বাপার নিজ কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বেনজির আহম্মেদ বিপ্লব এর সভাপতিত্বে ও বাঘা পৌর কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আনন্দোলন (বাপা) বাঘা উপজেলা কমিটির সভাপতি ড.আব্দুস সালাম।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) পৌর কমিটির সহ-সভাপতি নীরেন্দ্রনাথ সরকার ,যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, উত্তম কুমার পাল,যুগ্ন সাধারণ সম্পাদক রানু আক্তারী, সোহেল রানা, মাসুদ হোসেন, মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক, পৌর কমিটির নির্বাহী সদস্য শফিউর রহমান, নির্বাহী সদস্য তারিফুন্নবী, নির্বাহী সদস্য লালন উদ্দিন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, আলী আজম, সোমেন মন্ডল, হোসনে আরা খাতুন, আরিফা জেসমিন, ফারজানা ইয়াসমিন, পাপ্পু হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পরিবেশ-সামাজিক ও আন্দোলনের সাথে সম্পৃক্ত সংগঠনের নেতৃবৃন্দ, ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বাঘা উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশগত বিভিন্ন সমস্যা যেমন: জলাবদ্ধতা, শব্দ দূষণ, বায়ু দূষণ, বর্জ্য অপসারণ, জলাশয় ভরাট দখল, দূষণ, পলিথিনের ব্যবহার রোধের মাধ্যমে বাঘার পরিবেশকে রক্ষা করতে হবে। এছাড়াও ডাসবিনের ব্যবহার, পাখিদের অভয়াশ্রমসহ বাঘা উপজেলার সার্বিক পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে বাঘা উপজেলা ও পৌর বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা’র) কমিটি।

