নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ১০:৫৩। ৭ জুলাই, ২০২৫।

বাঘায় সংক্ষিপ্ত সফরে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

জুলাই ৬, ২০২৫ ১১:৫৭
Link Copied!

স্টাফ রিপোর্টার,বাঘা: রাজশাহীর বাঘায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) এর সংক্ষিপ্ত সফর উপজেলা জামায়াত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার ( ৬ জুলাই) এক সংক্ষিপ্ত সফরে রাজশাহীর বাঘায় আসেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। এসময় উপজেলা জামায়াত নেতৃবৃন্দ শাইখ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর জামায়াত নেতৃবৃন্দ শাইখ মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম কে ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুনঃ  টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত ২৪, নিখোঁজ কমপক্ষে ২৫

এসময় উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাও: জিন্নাত আলী, উপজেলা জামায়াত আমির আব্দুল্লাহ আল মামুন নহু, সাবেক উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ, বাঘা পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক সাবদার হোসেন, বাজু বাঘা ইউনিয়ন জামায়াতের আমির মাও: ওয়াজেদ আলী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সবুজ মাহমুদ সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।