আতাহারালী,বাঘা : রাজশাহীর বাঘায় মোঃ এছারুল ইসলাম এর একতলা ভবনে আগুন লেগে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। বৃহস্পতি বার বিকেল সড়ে ৩ টার সময় ঘরের ছাদের উপরে চুলা থেকে আগুন লাগে। মোঃ এছারুল ইসলাম পিতা মৃত এলাহি বক্স উপজেলার উত্তর মিলিক বাঘার ইসলামি একাডেমি উচ্চ বিদ্যালয় সংলগ্ন (পশ্চিম) একতলা ফ্ল্যাটে বসবাস করেন।বাসার মালিক জানান আগুন লাগার সঙ্গে সঙ্গে তেথুলিয়া ফায়র সার্ভিসে ফোন করা হয়েছিল কিন্তু বাসা সংলগ্ন পুকুর থাকায় এলাকা বাসি আগুন নিভাতে সক্ষম হয়, পরে ফায়র সার্ভিসের গাড়ি আসে। আগুনে ধান ও আসবাব পত্রসহ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩