আতাহার আলী ,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই ব্যাক্তরি নাম জহুরুল (২৩) ।সে উপজেলার মনিগ্রাম মধ্য পাড়া গ্রামের রফিকুলের ছেলে ।
বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলার তেঁতুলিয়া শিকদারপাড়া এলাকার একটি আম বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। জহুরুলের ৮ মাস বয়সি একটি ছেলে সন্তান আছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সে উপজেলার পানিকামড়া বাজারের সততা মোবাইল জোন নামক একটি দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলো। প্রতিদিনের ন্যায় মঙ্গল বার সকালে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সততা মোবাইল জোন স্বতাধিকারি মেহেদি হাসান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৯টায় মোবাইল ও মোবাইল সামগ্রী নিয়ে পার্শ্ববর্তী উপজেলা লালপুরসহ বিভিন্ন মার্কেটে সরবরাহের উদ্দেশ্যে যান এবং দিনের শেষে সন্ধার পর হিসেব জমা দেন। এ দিন দেরি হওয়ায় তার নাম্বারে ফোন দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের নিকট বিষয়টি অবগত করা হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি ) নজরুল ইসলাম জানান,
বুধবার সকালে স্থানীয় লোকজন তেঁথুলিয়া শিকদারপাড়া গ্রামের রাস্তার পার্শে একটি আম বাগানে লাশ দেখ,তে পান এবং থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হসপাতালে পাঠানো হয় ।এ সময় নিহতের ব্যবহৃত একটি মোটর সাইকেল ( নাটোর-হ ১২৮২৯৩) একটি স্মার্ট মোবাইল ফোন, এবং লাশের পাশে পড়ে থাকা একটি দেশি দা উদ্ধার করা হয়। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিন্হ রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি শুনার পর চারঘাট বাঘা সার্কেল নুরে আলম সিদ্দিক ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
4