স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় মরণব্যাধী করোনা সংক্রমণ মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাওয়া ডাক্তার, নার্স ও ব্রাদারদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে নির্বাহী অফিসার ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তার হাতে এসব উপকরণ তুলে দেন ।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে সরকারী সুরক্ষা পোশাক সরবরাহের পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষ থেকে এর আগে তাঁর ভাই বাদল অত্র উপজেলায় কর্মরত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য-ডিজিটাল থার্মমিটার, চোখে ব্যবহারের জন্য উন্নত মানের গগজ, মাস্ক, ফেস সেন্ড ও পিপিই পোশাক সরবরাহ করেন।
সর্বশেষ সোমবার ফের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরতদের জন্য ৭৫ পিস পিপিই, ৪৫০পিচ হ্যান্ডগ্লোবস, ২ কার্টুন স্যানিটাইজার, ৯ পিচ ডিসটিলওয়াটার, ৮ পিচ গগলস ও ০৫ পিচ ফেসশিল্ড হস্তান্তর করেন। যাতে করে এই সংকট মুহুর্তে ডাক্তাররা এ অঞ্চলের রুগীদের সেবার মান বাড়াতে পারেন।