আতাহারালী,বাঘা : রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আবির হোসেন মিঠুন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন । আজ বৃহষ্পতিবার ( ২৯ অক্টোবর ) সকাল সাড়ে ৮টায় ছাতারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন উপজেলার উত্তর গাঁওপাড়া এলাকার মাছ ব্যবসায়ী আমিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মিঠুন আজ সকালে একটি মটর সাইকেলযোগে (এ্যাপাচি আরটিআর ) হরিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন । সে উপজেলার ছাতারি ( মের্দার পুকুরপাড়) এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা বালুবাহিত ট্রাকটর গাড়ির সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার্ড করেন। তার পরিবার সুত্রে জানা যায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায় । উল্লেখ্য, প্রায় ১ মাসের ব্যবধানে বাঘায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় ।, প্রশাসনের নজরদারির অভাবে বাঘায় অনুমোদনহীন গাড়ির সংখ্যা দিনদিন বেড়েই চলছে এবং ওই সমস্ত ফিটনেসবিহিন গাড়ি, অদক্ষ ও অপরিপক্ক চালক দারা চালানো হচ্ছে মর্মে প্রায়সই এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিমত।
আবির হোসেন মিঠুন
এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি ) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেখান থেকে ট্রাকটর ও মটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আভিযোগ হলে আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।
6