নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৫:৪৭। ৩ জুলাই, ২০২৫।

বানেশ্বরে এনজিও সিও’র ভুয়া শাখা অফিস উধাও; গ্রাহকদের উত্তেজনা

জুলাই ১, ২০২৫ ৯:৪০
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের খুটিপাড়া(পিরের ঢালাণ) এলাকায় সিও নামের এনজিও (ভুয়া শাখা) পরিচয়ে প্রতারণার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, স্থানীয় মোঃ জিয়াউর রহমান (৪৭), পিতা-মোঃ আকবর আলী, খুটিপাড়া গ্রামের বাসিন্দা, তার বাড়ির দ্বিতীয় তলায় মাসিক ৭,০০০ টাকা ভাড়ায় মৌখিকভাবে ‘সিও এনজিও’ নামের একটি প্রতিষ্ঠানকে অফিস করার অনুমতি দেন। এক সপ্তাহ ধরে এনজিওটি সাইনবোর্ড টাঙ্গিয়ে কার্যক্রম শুরু করে।
স্থানীয়রা জানান, ২৮ জুন ২০২৫ থেকে এনজিওর কিছু ব্যক্তির কাছ থেকে ৭ হাজার থেকে ২০ হাজার ৫০০ টাকা পর্যন্ত সঞ্চয় ও কিস্তি নিয়ে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে বানেশ্বর ও বেলপুকুর থানা এলাকার প্রায় এক থেকে দেড় শতাধি সাধারণ ও গরিব মানুষদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করেন। তবে পহেলা জুলাই দুপুর ১টা ১০ মিনিটের দিকে গ্রাহকরা অফিসে লোন নিতে গিয়ে দেখতে পান প্রতিষ্ঠানটি তালাবদ্ধ এবং সেখানে কোনো কর্মী বা সাইবোর্ড নেই। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও সংশ্লিষ্ট কারও মোবাইল নম্বর খোলা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বাগমারায় সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান

এতে ক্ষুব্ধ গ্রাহকরা অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং বাড়ির মালিক জিয়াউর রহমানের ওপর ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীরা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। আমরা কিছু জানিনা।

আরও পড়ুনঃ  মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

এব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর বলেন, এই খবর আমি জানিনা। ভুক্তভোগীদের কাগজপাতি নিয়ে একটি অভিযোগ করতে বলেন। আমি বিষয়টি দেখবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।