মোহাঃ আসলাম আলী, বাঘা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রার্থী তালিকায় রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদ চাঁদ।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয়তা বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার আবু সাইদ চাঁদকে প্রার্থী ঘোষণা করেছেন। রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং জনগণের আস্থা তাঁকে প্রার্থিতায় এগিয়ে রেখেছে।
মনোনয়ন ঘোষণার পর চারঘাট-বাঘা উপজেলায় বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে রাজশাহী-৬ আসনে বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করছেন ভোটাররা।
উল্লেখ-২০১৮ সালের জাতীয় নির্বাচনে আবু সাইদ চাঁদ বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পয়েছিলেন। চারঘাট ও বাঘা উপজেলার সাধারণ মানুষ ধারণা করছে এবার আওয়ামী লীগ নেতৃত্বের অনুপস্থিতিতে মাঠের রাজনীতির চিত্র একেবারেই ভিন্ন রূপ দেখা দিতে পারে এবং আবু সাইদ চাঁদ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হবে বলে আশা করা নেতা ও কর্মীরা।

