নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ১:৪১। ২২ আগস্ট, ২০২৫।

বিএনপির ৩১ দফাদাবী বাস্তবায়নে ওয়াসেক খান মজলিসের লিফলেট বিতরণ

আগস্ট ২২, ২০২৫ ২:২৫
Link Copied!

সিরাজগঞ্জ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করছেন গ্রুপ ক্যাপ্টেন আলহাজ্ব মো. ওয়াসেক খান মজলিস (মহর)। আলহাজ্ব মো. ওয়াসেক সিরাজগঞ্জ-৬ শাহজাদপুরের উন্নয়নের রুপকার ও সাবেক এমপি মরহুম কামরুদ্দিন এহিয়া খান মসলিসের ছোট ভাই।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার রতনকান্দি এলাকায় তিনি ৩১ দফার এ লিফলেট বিতরণ করেন।

ওয়াসেক খান মসলিস (মহর) জানান, দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা দাবি ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা অব্যাহতভাবে মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

আরও পড়ুনঃ  গোয়েন্দা সংস্থার কর্মী অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দিলেন তুলসী গ্যাবার্ড

এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।