নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:৩২। ৫ সেপ্টেম্বর, ২০২৫।

বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সেপ্টেম্বর ৩, ২০২৫ ১১:১৭
Link Copied!

স্টাফ রিপোর্টার,পুঠিয়া: বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আয়োজনে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর ) বিকালে পুঠিয়া উপজেলা চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক। পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

আরও পড়ুনঃ  পররাষ্ট্র সচিব-পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক

সভা শেষে একটি বিশাল র‍্যালি বের করা হয়, যা পুঠিয়া উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ত্রিমোহনী বাজার ঘুরে কাঁঠালবাড়িয়া মোড়ে নজরুল ইসলাম মন্ডলের ডাল মিলের সামনে গিয়ে শেষ হয়।

উক্ত আলোচনা সভা ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপি সদস্য মোঃ নজরুল ইসলাম মন্ডল।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচন : ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেল সদস্য মোছাঃ মাহমুদা হাবিবা, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি প‌দে ম‌নোনয়ন প্রত‌্যাশী ও রাজশাহী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, সভাপতি মোঃ রুকুনুজ্জামান আলম, পুঠিয়া-দূর্গাপুর-৫ আসনে এমপি প‌দে ম‌নোনয়ন প্রত‌্যাশী ও মোঃ ইসফা খায়রুল হক শিমুল, পু‌ঠিয়া উপ‌জেলা বিএন‌পি ও পু‌ঠিয়া পৌরসভা সা‌বেক‌ মেয়র মোঃ আল মামুন খান সাবেক পৌর সভাপতি ও সাবেক মেয়র আসাদুজ্জামান (আসাদ), সাবেক পৌরসভা সেক্রেটারি বাবুল আক্তার প্রমুখ।

আরও পড়ুনঃ  নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি এবং সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।