নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১১:০৬। ১০ নভেম্বর, ২০২৫।

বিএমডিএতে জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ

নভেম্বর ১০, ২০২৫ ৭:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিএমডিএর গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলম।

কোর্সটি পরিচালনা করেন বিএমডিএর গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মনিটরিং শাখার উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, বিএমডিএ সচিব নীলুফা সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, মো. নাজিরুল ইসলাম, শিবির আহম্মেদ এবং নির্বাহী প্রকৌশলী মোসা. রুবিনা খাতুন।

এছাড়া বিএমডিএ সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক, মনিটরিং কর্মকর্তা, হিসাব নিয়ন্ত্রক, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, ভান্ডার কর্মকর্তা, সহকারী কোষাধ্যক্ষ, ড্রাইভার, ট্রাক চালকসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৫০ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিএমডিএর পেশ ইমাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।