নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ৬:১২। ১৫ আগস্ট, ২০২৫।

বিএমডিএর সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

আগস্ট ১৪, ২০২৫ ১১:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সেচযন্ত্রের অপারেটর নিয়োগ ও সেচ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএমডিএর রাজশাহী সার্কেলের উদ্যোগে রাজশাহী পোস্টাল একাডেমি হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক তরিকুল আলম। তিনি বলেন, ‘উত্তরাঞ্চলের কৃষিতে বিএমডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ অঞ্চলের কৃষি উন্নয়নে আপনারা যে অবদান রেখেছেন তা অনন্য। মাঠপর্যায়ে যারা কাজ করছেন তাদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কৃষকের পাশে থেকে কাজ করে যেতে হবে। তবেই আমরা দেশকে সোনার বাংলায় রূপান্তরিত করতে পারব।’

আরও পড়ুনঃ  সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, ইকবাল হোসেন ও জিন্নুরাইন খান এবং নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃ  নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

সেমিনারে রাজশাহী বিভাগের আট জেলার রাজশাহী ও বগুড়া সার্কেলের নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও মেকানিকসহ মোট ৭৫ জন অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।