নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ১০:২৯। ২৬ মে, ২০২৫।

বিএমডিএ চেয়ারম্যান আসাদুজ্জামানের দাফন সম্পন্ন

মে ২৫, ২০২৫ ৭:১১
Link Copied!

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৫ মে) বাদ যোহর রাজশাহীর গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাযার নামাজ শেষে ফাজিলপুর গোরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  ইইউ সাথে নতুন অংশীদারিত্ব চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য

জানাযার নামাজে ড. আসাদুজ্জামানের বড় ভাই সাবেক পুলিশ প্রধান এনামুল হক, ছোট ভাই বিএনপি চেয়ারপারসনের সাবেক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, ছেলে জাতিসংঘের চিফ অব স্টাফ রেহান আসাদ, রাজশাহীর সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু, উপজেলা বিএনপির সদস্য সুলতানুল ইসলাম তারেক, বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলম, বোর্ড সদস্য সাইফুল ইসলাম হীরক, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ অংশ নেন।

আরও পড়ুনঃ  টেকসই নগর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ইউপিএইচসিএসডি প্রজেক্ট-২ এর কার্যক্রম বিষয়ে দুই দিনব্যাপী ওরিয়েন্টশন শুরু

এর আগে গত শুক্রবার (২৩ মে) সকালে ৭৫ বছর বয়সে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৯২ সালে বিএমডিএ প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি বিএমডিএর সাবেক নির্বাহী পরিচালক ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাকে দুই বছরের জন্য বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।