নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। দুপুর ১:১৪। ২ আগস্ট, ২০২৫।

বিচার বিভাগকে দলীয়করণ করেছে সরকার: মিনু

সেপ্টেম্বর ১২, ২০২৩ ৯:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, সরকার বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলেছে। তাই আদালতে বিএনপির নেতাদের হয়রানির শিকার হতে হচ্ছে। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের মুক্তির দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি।

আরও পড়ুনঃ  নাটোরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সরকার দেশের গণতন্ত্র নষ্ট করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করে ফেলেছে। তাই জামিনযোগ্য মামলাগুলোতেও বিএনপির নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। এক শ্রেণির বিচারক তাঁদের আদর্শ ও প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। এগুলো থেকে বেরিয়ে আসার জন্য বিচারকদের অনুরোধ করেন তিনি।

আরও পড়ুনঃ  নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের জমি অধিগ্রহণে অনুমোদন

সংবাদ সম্মেলন থেকে মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেপ্তার আবু সাঈদ চাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব বিশ^নাথ সরকার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশিষ রায় মধু, মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জেলার সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মানবাধিকার নারী পরিষদ দল গঠন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।