নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১২:২০। ৫ জুলাই, ২০২৫।

বিনা টিকিটে ভ্রমণ করায় জরিমানা গুনলো বনলতার ৮০ যাত্রী

এপ্রিল ৩০, ২০২৩ ২:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিনা টিকিটে রেল ভ্রমণ করার দায়ে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ৮০ যাত্রীকে জরিমানা করেছে পশ্চিম রেল কর্তৃপক্ষ। এসব যাত্রীদের কাছ থেকে ৬১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ শনিবার সকালে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়। পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযানের নেতৃত্ব দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

তিনি বলেন, গত রাতের ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে রিজার্ভেশন থাকলেও কাউকে না জানিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ি। বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন পর্যন্ত ট্রেন পরিদর্শন ও টিকেট চেকিং কার্যক্রম চালানো হয়েছে। এ পর্যন্ত ট্রেনে সর্বমোট ৮০ জন টিকেট বিহীন যাত্রী শনাক্ত করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ৬১ হাজার ৮০০ টাকা আদায় করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান রেল কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।