অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। নতুন ফরম্যাট অনুসারে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্রাজিলকে কোনো বেগ পেতে হয়নি। যদিও ২০২২ কাতার বিশ্বকাপের পর তাদের পারফরম্যান্সের গ্রাফটা হতাশার ও ফর্ম অধারাবাহিক। ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় জায়গা করে নিলেও এবার ব্রাজিলের পারফরম্যান্স নিজেদের বাছাইপর্বের ইতিহাসে সবচেয়ে খারাপ।
আজ (বুধবার) ভোরে প্রতিপক্ষ বলিভিয়ার মাঠে শেষ বাছাইয়ের ম্যাচ খেলেছে কার্লো আনচেলত্তির দল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪১৫০ মিটার উচ্চতায় খেলতে গিয়ে বেশ হিমশিম খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ছন্দহীন খেলায় কার্যকর আক্রমণ তো করতেই পারেনি, উল্টো প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গুইমারেস প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় পেনাল্টি পায় বলিভিয়া। স্পট কিকে তাদের এগিয়ে দেন মিগুয়েল আনহেল টারসেরোস। সেই গোলই ১-০ ব্যবধানে ব্রাজিলের হার নিশ্চিত করে।
এর আগের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারানোর পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে দুইয়ে ছিল ব্রাজিল। তবে আজ হেরে তারা পাঁচে নেমে গেছে। বাছাইপর্ব শেষে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে সেলেসাওদের পয়েন্ট ২৮। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় যথাক্রমে তিন-চারে রয়েছে কলম্বিয়া ও উরুগুয়ে। শীর্ষে থাকা আর্জেন্টিনা ৩৮ ও দুই নম্বর দল ইকুয়েডরের ২৯ পয়েন্ট।
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে ৫১ শতাংশ সফলতা পেয়েছে ব্রাজিল। যা তাদের বাছাইয়ের ইতিহাসে সর্বনিম্ন। ৫৫.৬ শতাংশ সাফল্য ছিল ২০০২ বিশ্বকাপের আগে। যদিও ওই আসরেই ব্রাজিল নিজেদের পঞ্চম ও শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। পুরোনো ফরম্যাট অনুযায়ী পঞ্চম স্থানে থাকা মানে প্লে-অফ খেলতে হতো ব্রাজিলকে। তবে নতুন নিয়মে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে উঠেছে, তাই কোনো ঝুঁকি ছাড়াই মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
ব্রাজিলকে সদ্য সমাপ্ত বাছাইপর্বে নানা বিপর্যয় ও কোচের বারবার পরিবর্তনের মতো বিষয়গুলো সামলাতে হয়েছে। তিতে পরবর্তী অধ্যায়ে ফার্নান্দো দিনিজ ও দরিভাল জুনিয়ররা দলটির কোচিংয়ে এলেও কাঙ্ক্ষিত ফর্ম ফেরাতে পারেননি। অবশেষে নিজেদের ইতিহাসে স্থায়ীভাবে বিদেশি কোচ হিসেবে নিয়োগ পান কার্লো আনচেলত্তি। গত মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানের হার ছিল বাছাইপর্বে ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। ইতিহাসে তারা প্রথমবার নিজেদের মাঠে হেরেছে।
১৯৯৬ সাল থেকে বর্তমান ফরম্যাটে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দল একে অপরের সঙ্গে হোম-অ্যাওয়ে ম্যাচ খেলে আসছে। এর আগে ব্রাজিল কখনও ৩০ পয়েন্টের নিচে নামেনি। ২০০২ বিশ্বকাপের বাছাইয়ে ৩০ পয়েন্ট নিয়ে বেশ কষ্টসাধ্য প্রচেষ্টায় যোগ্যতা অর্জন করেছিল, যদিও শেষ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও জাপানে বিশ্বকাপ জিতেছিল সেলেসাও শিবির। মাঝে ২০১৪ বিশ্বকাপের আয়োজক হওয়ায় ব্রাজিলকে বাছাইপর্ব খেলতে হয়নি।