নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:৫০। ৮ নভেম্বর, ২০২৫।

বিশ্বের সেরা ৫ ফ্র্যাঞ্চাইজির তালিকায় আইপিএলের ৩ দল

নভেম্বর ৮, ২০২৫ ৬:৫১
Link Copied!

অনলাইন ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। এমনকি ক্রিকেটারদেরও আগ্রহ বাড়ছে এ ধরনের টুর্নামেন্টে। অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্যারিয়ার সংক্ষিপ্ত করে মনযোগ দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাতে। এসব লিগের প্রতি ক্রিকেটারদের এমন আগ্রহের বড় কারণ আর্থিক সুবিধা।

আইপিএল, বিগ ব্যাশ কিংবা পিএসএলের মতো টুর্নামেন্টগুলোতে খেললে বড় অঙ্কের অর্থ পান ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি সময় খেলার চেয়ে অল্প সময়েই এসব লিগ থেকে বেশি উপার্জন করা যায়। তাই অনেক তরুণ তারকা ক্রিকেটাররাও ঝুঁকছেন এসব লিগে।

আর তারকা ক্রিকেটারদের জনপ্রিয়তাকে পুঁজি করে ব্যবসা করে লিগগুলো। যেখানে প্রচুর অর্থ বিনিয়োগ করে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতি বছরই মোটা অঙ্কের আয় করে। ফলে তাদের ব্র্যান্ড ভ্যালুও দিন দিন বাড়ছে।

ব্র্যান্ড ভ্যালু বিবেচনায় ক্রিকেটে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের এই দলটির ব্র্যান্ড ভ্যালু ১৫০ মিলিয়ন ডলার। টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বেশি শিরোপার মালিক তারা। ৫বার শিরোপা জিতেছে মুম্বাই। এ ছাড়া দলটির প্রচুর সমর্থকও ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে ভূমিকা রেখেছে।

দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস। তাদের ব্যান্ড ভ্যালু ১৩৫ মিলিয়ন ডলার। তারাও আইপিএলে সর্বোচ্চ ৫বার শিরোপা জিতেছে। তাদেরও সমর্থক আছে পুরো বিশ্বজুড়ে।

তৃতীয় অবস্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের ব্যান্ড ভ্যালু ১২০ মিলিয়ন ডলার। বেঙ্গালুরু মাত্র একবার শিরোপা জিতলেও তাদের প্রচুর দর্শক আছে। বিশেষ করে বড় বড় তারকাদের দলে ভিড়িয়ে তারা চমক দেয় বরাবরই।

প্রথম তিনটি দলই আইপিএলের হলেও চারে আছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। তাদের ব্যান্ড ভ্যালু ৬৫ মিলিয়ন ডলার। একই লিগের দল মেলবোর্ন স্টারস আছে পাঁচে। তাদের ব্যান্ড ভ্যালু ৬০ মিলিয়ন ডলার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।