স্টাফ রিপোর্টার: রাজশাহী বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২০-২০২২) নব-নির্বাচিত কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত সভাপতি লিয়াকত আলী।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বাবু।
সভায় নব-নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করেন সমিতির সাবেক সভাপতি তোহরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। সভায় সহ-সভাপতি হাসেন আলী, সাজ্জাদ আলী, আমিনুল ইসলাম বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ আহম্মেদ ইমতি, কোষাধ্যক্ষ নাজমুল হক নান্টু, সাংগঠনিক সম্পাদক রফিক হাসান লালচান, প্রচার সম্পাদক হামিদুজ্জামান, প্রকাশনা সম্পাদক সৈয়দ আহম্মেদ জাকি, দপ্তর সম্পাদক আব্দুল গণি, নির্বাহী সদস্য তোহরুল ইসলাম, সেলিম আল রাহী, শাহ আলম, হাজী মো. ইব্রাহিম শাহ চৌধুরী, ডা. এনামুল হক, রেজাউল করিম রাজা, মো. পলাশ, আব্দুর রশিদ, রায়হানুল ইসলাম ও আমিনুল ইসলামসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সকলকে আপ্যায়ন করা হয়।