নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৭:২৪। ১০ নভেম্বর, ২০২৫।

বৃষ্টিতে তিনটি গাড়ি হারালেন সানি লিওন

আগস্ট ১০, ২০২৩ ৯:২৬
Link Copied!

বিনোদন ডেস্ক : বর্ষাকাল খুব পছন্দ হলেও, বৃষ্টি নিয়ে অভিজ্ঞতা মোটেও ভালো নেই বলিউড অভিনেত্রী সানি লিওনের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তেমনটাই জানালেন তিনি।

সানি জানান, মুম্বাইয়ে তার জীবনের শুরুর দিনগুলোতে সেখানকার ভারী বৃষ্টিতে মূল্যবান তিনটি গাড়ি হারিয়েছিলেন। অভিনেত্রীর ভাষ্য, মুম্বাইয়ের বৃষ্টি সম্পর্কে তখন তেমন কোনো ধারণাই ছিল না তার।

সানি লিওন বলেন, ‘আমি তখন মুম্বাইয়ে থাকতাম। সমুদ্রের খুব কাছাকাছি। বর্ষাকাল আমার খুব পছন্দ ছিল। কারণ এ সময় গরমের উত্তাপ অনেকটাই কমে আসতো। বৃষ্টিও খুব পছন্দ, কিন্তু ভেজা হতো না।’

এরপর নিজের খারাপ অভিজ্ঞতা জানিয়ে সানি বলেন, ‘এই বৃষ্টিতেই আমার খুব পছন্দের তিনটি গাড়ি নষ্ট হয়েছে। তার মধ্যে একদিনেই দুটো। আমি তো কাঁদতে শুরু করেছিলাম। কারণ ভারতে বসে যখন আপনি বিদেশি গাড়ি কেনেন তখন মোটা অঙ্কের ট্যাক্স পরিশোধ করতে হয়। গাড়িগুলোর মধ্যে একটি ছিল মার্সিডিজ।’

এরপর এই অভিনেত্রী বলেন, ‘আমার কাছে বিষয়টা খুব খারাপ লেগেছিল। এরপর বুঝতে পারলাম, আমি ভুল গাড়ি কিনেছিলাম। তার খেসারত দিয়েছি। এখন আর বর্ষায় বিদেশি গাড়ি ব্যবহার করি না। ভারতে তৈরি গাড়ি পছন্দ করি।’

সন্তানদের বৃষ্টিতে ভিজতে দেন কি-না এমন প্রশ্নে সানি বলেন, ‘আমি ওদের রেইন কোট পরিয়ে দেই। তারপর যত খুশি বৃষ্টিতে ভিজুক আমার আপত্তি নেই। শুধু অসুস্থ না হলেই চলবে।’

সানি লিওনকে খুব শীঘ্রই দেখা যাবে তামিল সিনেমা কোটেশন গ্যাং-এ। বিবেক কুমারের পরিচালনায় সানির সঙ্গে জ্যাকি শ্রফ, প্রিয়মণি, সারা অর্জুন, জয়প্রকাশ, বিষ্ণু ওয়ারিয়ার অভিনয় করছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।