নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৩:৫৬। ১৭ অক্টোবর, ২০২৫।

বেনাপোলে সোনার বারসহ আটক মনিরুজ্জামান রিমান্ডে

অক্টোবর ১৬, ২০২৫ ৫:৪৪
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরে প্রায় দুই কোটি টাকার সোনার বারসহ আটক মনিরুজ্জামানকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার পুলিশের চাওয়া পাঁচদিনের আবেদনের শুনানি শেষে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি মনিরুজ্জামান বেনাপোলের পুটখালি গ্রামের উত্তরপাড়ার আব্দুল কাদেরের ছেলে।

আরও পড়ুনঃ  সেঞ্চুরিতে কোহলিকে ছুঁয়ে একাধিক রেকর্ড গড়লেন গিল

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পুটখালী সীমান্তে অভিযান চালায় বিজিবি ক্যাম্পের একটি টহল দল। এসময় সেখান থেকে মনিরুজ্জামানকে নয়টি সোনার বারসহ আটক করা হয়।

আরও পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে শুক্রবার জুলাই সনদে স্বাক্ষর হবে: প্রধান উপদেষ্টা

যার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। এই ঘটনায় শার্শা থানায় মামলা করা হয়। পরে আসামি মনিরুজ্জামানের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বুধবার শুনানি শেষে তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।