নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:১৬। ১২ অক্টোবর, ২০২৫।

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী কর্মচারী ইউনিয়ন”র নব-নির্বাচিত কমিটি’র শপথ

অক্টোবর ৮, ২০২৫ ৬:০৪
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: “বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী কর্মচারী ইউনিয়ন”(রেজিঃ নং- ২৪৬৯, খুলনা) এর নব-নির্বাচিত কমিটি’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান নির্বাচনে ফলাফল ঘোষণাকারী প্রধান নির্বাচন কমিশনার ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সভাপতি- এ,কে,এম আতিকুজ্জামান সনি। এ সময় অন্য দুই নির্বাচন কমিশনার-মোহাম্মাদ আলী ও রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

বুধবার(৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে বেনাপোল স্থলবন্দর সংলগ্ন “বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতি’র নিজস্ব ভবনের সভাকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মচারী ইউনিয়নের অন্যান্য সকল সদস্য এতে অংশ নেন। এ ছাড়াও বন্দর ব্যবহারকারী অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

আরও পড়ুনঃ  ইসিকে দেওয়া শাপলার ৭ নমুনা ফেসবুকে প্রকাশ করল এনসিপি

বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী কর্মচারী ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটি’র সদস্যরা হলেন-
১। মো. শাহ আলম-সভাপতি(মেসার্স বিসমিল্লাহ ট্রান্সপোর্ট এজেন্সী)।
২। মো. শফিউর রহমান-সহ-সভাপতি-১(মেসার্স আজমিরি ট্রান্সপোর্ট এজেন্সী)।
৩। মো. আকমল হোসেন-সহ-সভাপতি-২(মেসার্স মোজাদ্দেদ ট্রান্সপোর্ট এজেন্সী)।
৪। মো. সিরাজুল ইসলাম-সাধারণ সম্পাদক(এম এম আই লজিস্টিকস লিঃ)।
৫। মো. জিয়াউর রহমান-সহ-সাধারণ সম্পাদক(মেসার্স ভৈরব ট্রান্সপোর্ট এজেন্সী)।
৬। মো. জাকির হোসেন-সাংগঠনিক সম্পাদক(মেসার্স এস বি ট্রান্সপোর্ট এজেন্সী)।
৭। মো. জিয়াউর রহমান-সহ-সাংগঠনিক সম্পাদক(মেসার্স লামিয়া মিমিয়া ট্রান্সপোর্ট এজেন্সী)।
৮। মো. শাহাজান আলী মুকুল-অর্থ সম্পাদক(মেসার্স সারথী ট্রান্সপোর্ট এজেন্সী)।
৯। মো. এনামুল হাসান সজীব-বন্দর বিষয় সম্পাদক(মেসার্স আর এল ট্রান্সপোর্ট এজেন্সী)।
১০। মো. রাকিবুল ইসলাম-১,দপ্তর সম্পাদক(
মেসার্স অপু তপু ট্রান্সপোর্ট এজেন্সী)।
১১। মো. রুবেল ইসলাম জুয়েল-প্রচার সম্পাদক(মেসার্স এ আর জেড ট্রান্সপোর্ট এজেন্সী)।
১২। মো. আব্দুল মান্নান-ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক(মেসার্স মক্কা মদিনা ট্রান্সপোর্ট এজেন্সী-১)।
১৩। এ ডি আশিকুর রহমান-কার্যকারী সদস্য(মেসার্স তৌফিক ট্রান্সপোর্ট এজেন্সী)।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

উল্লেখ্য,উপরিল্লিখিত কর্মচারী ইউনিয়ন কার্যনির্বাহী কমিটি’র ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুযায়ী ২৭-০৯-২০২৫ ইং তারিখ নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়।

নির্বাচনের লক্ষ্যে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী হওয়ায় গোপন ব্যলটের মাধ্যমে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। সংশ্লিষ্ট মনোনয়ন পত্র যাচাই বাছাই করে ১৩ টি পদের বিপরীতে ১৩ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।