স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর পুলিশ বেলপুকুর থানাধীন রেলগেট সংলগ্ন মসজিদের সামনে থেকে একটি ট্রাকে তল্লাসি চালিয়ে ১ শো বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০:৪০ টায় ঢাকাগামী ট্রাক যার রেজি. নং- DHAKA METRO DA-11-8114 -১১-৮১১৪ তল্লাসি চালিয়ে ট্রাকের কেবিনে বসা মো. রাজু আহমেদ রনি (২৪) কাছে থাকা খয়েরি রঙের জিপার যুক্ত ব্যাগের ভিতর ৫০ বোতল ফেন্সিডিল এবং ট্রাকের চালক শিবলু রহমান (২৫) এর পায়ের নিচে একটি নীল-কালো রঙের প্রিন্টের কাপড়ে মোড়ানো ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
ধৃত রনি কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মোনারুল ইসলাম মন্টুর ছেলে এবং শিবলু একই থানার মাসকাটাদিঘির মোতাহার আলীর ছেলে।
আটককৃত ট্রাকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩