হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে রোববার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান মেয়র আব্দুল মালেক মন্ডল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সাধারন সম্পাদক আব্দুল জলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, দলিল লেখক সমিমিতির সভাপতি ও আ’লীগ নেতা ওহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক শামীম মীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।