নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:৩৭। ১১ সেপ্টেম্বর, ২০২৫।

ভাঙ্গায় অবরোধ: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

সেপ্টেম্বর ১১, ২০২৫ ৩:৩৮
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনকারীরা রেলপথ অবরোধ করেছে। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রেলপথেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ  নাটোরে জুলাই শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’র নির্মাণ

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই রেল অবরোধের কারণে খুলনাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে আটকে পড়ে।

স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে আন্দোলনকারীরা গাছের গুঁড়ি ফেলে রেলপথে অবরোধ সৃষ্টি করে। পরিস্থিতি বিবেচনায় জাহানাবাদ এক্সপ্রেসের রুট পরিবর্তন করে কাশিয়ানী জংশন থেকে বোয়ালমারী হয়ে কালুখালী-রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকায় পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  সেরা লেখক সম্মাননা পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী

অবরোধের কারণে বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রাও বাতিল করা হয়েছে।

ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, সকাল ৮টা ১৫ মিনিটে জাহানাবাদ এক্সপ্রেসের ভাঙ্গা পৌঁছানোর কথা থাকলেও রেলপথ অবরোধের কারণে ট্রেনটি মুকসুদপুর এলাকাতেই থেমে আছে।

আরও পড়ুনঃ  জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের

কৈডুবি রেলগেটের গেটকিপার মুস্তাফিজুর রহমানও এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।