নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ২:৩৭। ১৩ নভেম্বর, ২০২৫।

ভাঙ্গায় ককটেল, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার,আটক ৩

নভেম্বর ১২, ২০২৫ ১০:৩৬
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জামাদিজব্দসহ তিন যুবককে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকার সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বিস্ফোরক তৈরির বারুদ, খালি বোতল, গান পাউডার, পেট্রোল, অকটেন সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে হোসেন রাজ ইসলাম (২৬), গাজিপুর জেলার জয়দেবপুর উপজেলার জামতলা গ্রামের প্রয়াত নূর মোহাম্মাদের ছেলে রাকিব মোল্লা (২৯) ও সুনামগঞ্জ জেলার তানোর উপজেলার ধর্মপাশা গ্রামের জামাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান- সৌদি প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত চারচালা টিনের ঘরে বিস্ফোরক তৈরি করছিলেন তিন যুবক। ওই বাড়িতে কেউ থাকেন না। পুলিশের ধারণা- গতকাল মঙ্গলবার বা বুধবার থেকে তাঁরা ওই বাড়িতে অবস্থান করেন। এ সময়ের মধ্যে ২৩টি পেট্রোলবোমা তৈরি করা হয়। তাঁরা, আরও বিপুল পরিমান তৈরির প্রস্ততি চালাচ্ছিল।

এ ঘটনায় রাতে প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল, পিপিএম বলেন- কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে বিস্ফোরক তৈরির কার্যক্রম চলছিলো। নাশকতা সৃষ্টির লক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে, ব্রাহ্মণপাড়া এলাকার টিটু সরদারের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক দ্রব্য সহ তিনজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন- এখানে মুরাদ নামের যুবলীগের একজন কর্মী ঢাকা থেকে রাজিব নামের একজনের কাছ থেকে এই মালামাল (বিস্ফোরক দ্রব্য) নিয়ে আসছে। মুরাদ সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর গান ম্যান ছিল। আমরা তাদেরকে পাইনি, পেলে গ্রেফতারের ব্যবস্থা করবো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।