জহিরুল ইসলাম : ফরিদপুরের ভাঙ্গায় ১৫ সদস্য বিশিষ্ট্য পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আওয়ামী লীগ নেতার নাম রয়েছে উল্লেখ করে কমিটি বাতিলের দাবী জানিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। বুধবার রাত ৯টায় ফরিদপুর-বরিশাল এক্সপ্রেসওয়ের ভাঙ্গা কুমার নদ ব্রীজের উপরে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন বিএনপির নেতা-কর্মীরা। ঘন্টা ব্যাপী চলা অবরোধে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নিতে বিএনপির নেতা-কর্মীদের অনুরোধ জানান। এ সময় নেতা-কর্মীদের দাবী সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন। পরে, ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিএনপির নেতা-কর্মীরা।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান বলেন- বিএনপি একটি কমিটি ঘোষণা করেছে। সেখানে পদ বঞ্চিত নেতা ও কর্মীসহ এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে বলে খবর পাই। পরে, আমি সহ ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমরা নেতা-কর্মীদের বুঝিয়ে সড়ক ক্লিয়ার করি। এতে, মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।