নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১০:২৭। ৩ জুলাই, ২০২৫।

ভাঙ্গায় বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবীতে এক্সপ্রেসওয়ে অবরোধ!

জুলাই ৩, ২০২৫ ১:৪০
Link Copied!

জহিরুল ইসলাম : ফরিদপুরের ভাঙ্গায় ১৫ সদস্য বিশিষ্ট্য পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আওয়ামী লীগ নেতার নাম রয়েছে উল্লেখ করে কমিটি বাতিলের দাবী জানিয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে। বুধবার রাত ৯টায় ফরিদপুর-বরিশাল এক্সপ্রেসওয়ের ভাঙ্গা কুমার নদ ব্রীজের উপরে বিএনপি ও সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি বাতিলের দাবী জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন বিএনপির নেতা-কর্মীরা। ঘন্টা ব্যাপী চলা অবরোধে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  ধোনির ‘ক্যাপ্টেন কুল’ তকমা আর কেউ ব্যবহার করতে পারবে না!

খবর পেয়ে ভাঙ্গা থানা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নিতে বিএনপির নেতা-কর্মীদের অনুরোধ জানান। এ সময় নেতা-কর্মীদের দাবী সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন। পরে, ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিএনপির নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ মোট গ্রেপ্তার ৭

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান বলেন- বিএনপি একটি কমিটি ঘোষণা করেছে। সেখানে পদ বঞ্চিত নেতা ও কর্মীসহ এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে বলে খবর পাই। পরে, আমি সহ ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসি। আমরা নেতা-কর্মীদের বুঝিয়ে সড়ক ক্লিয়ার করি। এতে, মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হয়। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।