ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার মানিকদাহ ইউনিয়নের ফাজিলপুর মুন্সিবাড়ী ব্রিজের কাছে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, সকালে ভাঙ্গার মানিকদাহ ইউনিয়নের মুন্সিবাড়ী-ফাজিলপুর ফিডার সড়কের মুন্সিবাড়ী ব্রিজ এলাকায় অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্টসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে যুবকটির মৃত্যু হয়েছে। তার পরনে জিন্স প্যান্ট ও ফুল শার্ট ছিল।