সোহাগ মাতুব্বর ,ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশের পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম-সেবা, সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার সার্কেল (ভাঙ্গা)।ফাহিম কাদের চৌধুরী, ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ সেলিম রেজা ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১১৮ টি, বুথ সংখ্যা ৪৯০টি, মোট ভোটার ১,৮৮,১৫০ জন। নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ৭৮ জন সংরক্ষিত মহিলা সদস্য ১৩৭ ও মেম্বার প্রার্থী ৩২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অনুষ্ঠানে সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচনে কোন পথসভা করলে পূর্বেই প্রসাশনের অনুমতি নিতে হবে। নির্বাচনের দিনে সকল প্রকার মটর চালিত গাড়ি বন্ধ থাকবে। প্রয়োজন ব্যতীত কোন প্রার্থী দীর্ঘ সময় কোন কেন্দ্রে অবস্থান করা যাবে না।
অনুষ্ঠানে পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম-সেবা বলেন, পুলিশ বাহিনীর সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সদা তৎপর রয়েছে। অবৈধ মোটর সাইকেল চলাচল বন্ধের জন্য পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করছেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সকল প্রার্থীদের সহযোগিতা চান। তিনি বলেন যার শক্তি নেই তিনি শক্তি প্রয়োগ করে। তিনি প্রার্থীদের শো-ডাউন না করার নির্দেশনা প্রদান করেন ।
জেলা প্রশাসক অতুল সরকার বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে সকল ধরেন পদক্ষেপ গ্রহণ করা হবে। এই নির্বাচনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করার ঘোষণা করেন। এছাড়া তিনি নিজেই নির্বাচনের দিন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সবাই কে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন অংশগ্রহণ খরার পরামর্শ প্রদান করেন।
তিনি আরো বলেন, আসন্ন নির্বাচন কে ঘিরে প্রসাশন কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনে কোন রকম আইনের ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে নাই। জেলা প্রশাসক অতুল সরকারের দিক-নির্দেশনা অনুযায়ী আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনে কোন পেশি শক্তি প্রদর্শন, দুর্নীতি, কারচুপি করতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাংলাদেশকে গণন্ত্রের রোল মডেল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসকঅতুল সরকার, জেলা পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম-সেবা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান স্যারের নির্দেশনা অনুযায়ী সবাই কে আচরণ বিধি মেনে নির্বাচন করার অনুরোধ করেন।
2