নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৫:২৮। ১০ মে, ২০২৫।

ভারতের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি পাকিস্তানের

মে ১০, ২০২৫ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জেরে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বইছে।

শনিবার (১০ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ‘অপারেশন সিন্দুর’ এর বদলা হিসেবে পাকিস্তান ‘অপারেশন বানিয়ান মারসুস’ শুরু করেছে।

বিবিসি বলছে, পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে। একই সঙ্গে পাকিস্তান সাইবার হামলা করে ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে।

তবে বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনও মন্তব্য আসেনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।