নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সকাল ৭:০৭। ১৭ সেপ্টেম্বর, ২০২৫।

ভারতে আবর্জনার স্তূপে পোড়ানো হলো জাতীয় পতাকা, ভিডিও ভাইরাল

জুলাই ৬, ২০২৫ ৩:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতে আবর্জনার স্তূপে দেশটির জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। দেশটির মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (৫ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিকে এই ঘটনার জেরে কংগ্রেস এবং বিজেপি উভয় দলই ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির কর্পোরেটর সুষমা ববিশা পুলিশকে অভিযোগ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবেন

কংগ্রেস মুখপাত্র বিবেক ত্রিপাঠী অভিযোগ করেছেন, এই ঘটনার জন্য পৌরসংস্থার কর্মীরা দায়ী। তিনি জানান, যেখানে এই ঘটনা ঘটেছে তা ওয়ার্ড ৫০-এর অফিসের কাছে একটি আবর্জনা পোড়ানোর জায়গা।

আরও পড়ুনঃ  শপথ নিলেন নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

তিনি বলেন, “এই জায়গাটিতে নিয়মিতভাবে পৌর কর্মীরা আবর্জনা পোড়ান, আর সেখানেই দেখা গেছে একাধিক জাতীয় পতাকা পোড়ানো হচ্ছে।”

শাহপুরা থানার উপ-পরিদর্শক হরিশ গুজারবোস বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে”। তিনি আরও জানান, এখন পর্যন্ত দুইটি অভিযোগ পাওয়া গেছে জাতীয় পতাকা পোড়ানোর বিষয়ে।

আরও পড়ুনঃ  মঙ্গলে প্রাণের অস্তিত্বের ‘সম্ভাবনা’ দেখল নাসার পার্সিভ্যারেন্স রোভার

এনডিটিভি বলছে, ঘটনাটি ঘটেছে ভোপালের শহর পরিচালনা সংস্থার নির্ধারিত একটি আবর্জনা ফেলার স্থানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকটি তেরঙ্গা পতাকা আবর্জনার স্তুপে পুড়ছে।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ক্ষোভ তৈরি হয় এবং পরে সেটি প্রশাসনের নজরে আসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।