নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। বিকাল ৫:৩৯। ২ জুলাই, ২০২৫।

ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় জামায়াতের শোক

জুন ১২, ২০২৫ ৯:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ক্রুসহ ২৪২ জন যাত্রী নিহত হওয়ায় গভীর শোক ও ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার(১২ জুন) এক শোক বিবৃতিতে তিনি বলেন, ১২ জুন দুপুর দেড়টার দিকে ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় পতিত হয়। বিমানটিতে ক্রুসহ ২৪২ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় বিমানের সব যাত্রী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ  ‘ক্যাটরিনা আমার সব কাজ খুঁটিয়ে দেখে’

নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আশা প্রকাশ করছি ভারতের সরকার ও জনগণ শিগগিরই তাদের এ শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

আরও পড়ুনঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণার পরিসর বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু। এ ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ  বানেশ্বরে এনজিও সিও’র ভুয়া শাখা অফিস উধাও; গ্রাহকদের উত্তেজনা

বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।