নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ২:০৪। ৩০ আগস্ট, ২০২৫।

ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ

আগস্ট ২৯, ২০২৫ ৯:০৫
Link Copied!

অনলাইন ডেস্ক : আজ ভুটানের সঙ্গে ড্র করে সাফ অ-১৭ নারী টুর্নামেন্টের শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সন্ধ্যায় টুর্নামেন্টের আরেক ম্যাচে ভারত ৫ -০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের।

আরও পড়ুনঃ  ফিরে এসেছে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের মঞ্চ ‘নতুন কুঁড়ি’

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত খেলেনি। ঐ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটানে অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা দুরাশায় পরিণত হয়।

আরও পড়ুনঃ  বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি

আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচের পর কোচ সংবাদ সম্মেলনে কথা বলেন। বাফুফে অবশ্য অন্য পদ্ধতিতে চলছে। ম্যাচ জয়ের পর মিডিয়া বিভাগ কোচ খেলোয়াড়দের মন্তব্য প্রেরণ করলেও হারের পর খোঁজ থাকে না। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারের পর বাটলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে সাফ পর্যায়ে বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথম পয়েন্ট হারিয়েছে। এই ম্যাচ ড্রয়ের পর কোচের কোনো প্রতিক্রিয়া দেয়নি বাফুফে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।