অনলাইন ডেস্ক : বন্ধুত্ব দিয়ে শুরু, তারপর প্রেম, আর সবশেষে বিয়ে—দীর্ঘদিন ধরেই টলিপাড়ার এই চর্চিত জুটি নিজেদের সম্পর্ক রেখেছিলেন গোপনীয়তার মোড়কে। তবে এখন আর কোনো লুকোচাপা নেই। অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গাঙ্গুলী এখন ঘোরতর সংসারী।
বিবাহিত জীবনে পা রাখার পর তাদের প্রেম যে আরও গভীর হচ্ছে, তা স্পষ্ট হলো অভিনেত্রীর জন্মদিনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়তমা স্ত্রীকে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন শোভন। নিজেদের ঘোরাঘুরির কিছু ছবিও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে ভালো কিছু করার সুবাদে মেয়েটাকে পাওয়া, আর ছাড়ে কে আজ আমার রাজকন্যার জম্মদিন।’
২০২৪ সালের জুলাই মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। এক বর্ষণমুখরিত দিনে দক্ষিণ চব্বিশ পরগনার এক খামারবাড়িতে আইনি মতে শুভ কাজ সম্পন্ন করেন শোভন ও সোহিনী।
একেবারেই ঘরোয়া পরিবেশে হাতেগোনা কয়েকজন আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে ১৫ জুলাই চার হাত এক হয় তাদের। এরপর থেকেই এই যুগল নিজেদের ব্যক্তিগত জীবনের সুন্দর মুহূর্তগুলো প্রকাশ্যে এনে চলেছেন।