নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। ভোর ৫:২০। ২ সেপ্টেম্বর, ২০২৫।

ভালো সমাজ গড়তে ভালো মানুষ প্রয়োজন: সাবেক এমপি গফুর

সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:০৩
Link Copied!

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক আব্দুল গফুর ও তার পুত্র অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবীর নেতৃত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার ঝিকরা উচ্চ বিদ্যালয় মাঠে ঝিকরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার ওয়াহেদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক এমপি অধ্যাপক এম এ গফুর। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশের ন্যায় বাগমারার জনগন মুক্ত হয়েছে। দীর্ঘ সময়ে অবিচার, নিপীড়ন ও ঘুষ-দুনীর্তি অবসান চায় বাগমারাবাসী। আমাদের কোন চাওয়া-পাওয়া নেই। বাগমারাবাসীর সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ১৯৭৮ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন প্রথম দল গঠন প্রক্রিয়া শুরু করেন তখন বাগমারা থেকে আমি একমাত্র নেতৃত্ব দিয়েছিলাম। এছাড়াও তিনি বলেন, যে যায় বলুক নির্বাচন হবেই। কোন অপশক্তি যেন পুনারায় মাথাচাড়া দিতে না পারে আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো সমাজ গঠন করতে গেলে অবশ্যই ভালো মানুষের প্রয়োজন। ভালো মানুষ ছাড়া ভালো সমাজ গঠন করা সম্ভব না।

আরও পড়ুনঃ  মঙ্গলবার আরও ৭ দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর ফারাবী বলেন, মেজর জিয়াউর রহমান একজন সত্যিকারের দেশ প্রেমিক ছিলেন। তাঁর প্রচেষ্টা খুব আল্প সময়ে বাংলাদেশ সাংগঠনিকভাবে এগিয়ে গিয়েছিল। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি। তিনি মনোনয়ন পেলে এলাকাবাসীর উন্নয়নে কাজ করতে চান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজিজার রহমান মন্ডল, আব্দুল জলিল যুবদল সভাপতি আউচপাড়া ইউপি, মাস্টার মনিরুজ্জামান সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ পাড়া ইউপি বিএনপি, অধ্যাপক ইউনুস আলী রাজশাহী জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, যুবদল নেতা দুলাল হোসেন ৪ নং বড় বিহানলী ইউপি, জিয়াউর রহমান সুমন উপজেলা যুবদল ও ঝিকরা যুবদল সভাপতি, মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক নরদাশ ইউপি বিএনপি প্রমুখ। এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি কেক কাটা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।