নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৪:০৪। ৯ জুলাই, ২০২৫।

মহাসড়কে পুলিশের বেশে ডাকাতি করা দুজন গ্রেপ্তার

জুলাই ৮, ২০২৫ ৬:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের বেশে ডাকাতির ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে রাজশাহীর দুটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার দিবাগত রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার দুজন হলেন- নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার আমিনুল মোমেনীন (৩১)।

মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম ব্যাংক টাউন আবাসিক এলাকায় অভিযান মিলনকে গ্রেপ্তার করা হয়। অন্যজনকে গ্রেপ্তার করা হয় রাজশাহীর মোহনপুর উপজেলার বসন্তকেদার বিদিরপুর গ্রাম থেকে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে ইরানের সর্বোচ্চ নেতা

র‌্যাব জানিয়েছে, গত ১৫ মে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে ডাকাতির প্রস্তুতি নেন। মির্জাপুর থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হলেও দলের মূলহোতাসহ ৫-৬ জন পালিয়ে যায়।

আরও পড়ুনঃ  বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় আর নেই বিল গেটস

এ সময় আটককৃতদের দেহ তল্লাশিতে এক জোড়া পুলিশের হ্যান্ডকাফসহ বিভিন্ন পুলিশি সরঞ্জাম উদ্ধার হয়। পরে মির্জাপুর থানা পুলিশ এই ঘটনায় একটি নিয়মিত মামলা করে। আর আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব অভিযান চালিয়ে ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন জেলার মহাসড়কে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। আইনি ব্যবস্থা নিতে তাদের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরও পড়ুনঃ  গাজায় গণহত্যা চালাতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।