স্টাফ রিপোটার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চুড়ান্ত পর্বের খেলায় রোববার রংপুর ২-১ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারায়।
বিজয়ী দলের রিতা ২টি ও বিজিত দলের সরনা ১টি গোল করেন। দিনের অন্য খেলায় সাগরিকার হ্যাট্রিকের সুবাদে গাইবান্ধা ৫-০ গোলে খাগড়াছড়ীকে হারায়।
বিজয়ী দলের সাগরিকা ৪টি ও আসমা ১টি গোল করেন। গাইবান্ধার সাগরিকা ম্যাচ সেরা হন। আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, নারায়নগঞ্জ, সাতক্ষীরা ও মাগুরা জেলা অংশ নেবে।