নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। দুপুর ১:০২। ১৪ অক্টোবর, ২০২৫।

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে আনা হচ্ছে ঢাকায়

অক্টোবর ১৩, ২০২৫ ৬:০৮
Link Copied!

অনলাইন ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সীমান্তে নিয়মিত টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই আহত বিজিবি সদস্যকে দ্রুত রামু সিএমএইচে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  যানজট নিরসনে দূরপাল্লার বাস স্থানান্তরে নওদাপাড়া টার্মিনাল পরিদর্শনে পুলিশ কমিশনার

পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুনঃ  কিছু উপদেষ্টা একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে : পরওয়ার

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মিয়ানমারের ভেতর চলমান সংঘর্ষের কারণে মাইন বিস্ফোরণের ঝুঁকি বেড়ে গেছে। সীমান্তে টহলরত সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।