স্টাফ রিপোর্টার : মাদকের বিরুদ্ধে পুলিশের সাথে সাধারণ মানুষকেও কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। বৃহস্পতিবার বিকালে আরএমপির মতিহার বিভাগের আয়োজনে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নগরীর কাটাখালি থানাধীন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে রাজশাহী মহানগরী তথা বাংলাদেশের ভুখন্ড থেকে মাদক উচ্ছেদের জন্য পুলিশের সাথে সাধারণ জনগণকে একত্রে কাজ করতে হবে। এ সময় তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি আরএমপিকে রোল মডেল এবং অনুকরণীয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, সভাপতিত্ব করেন মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন বানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) একরামুল হক, সহকারী পুলিশ কমিশনার (মতিহার জোন) হাফিজুল ইসলাম। নগরীর মতিহার ও কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা অনুষ্ঠান আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করেন।
উল্লেখ্য আরএমপির মতিহার বিভাগের মতিহার থানায় ৫টি, কাটাখালি থানায় ৭টি ও বেলপুকুর থানায় ৯টিসহ মোট ২১টি বিট রয়েছে। এসব বিটে কর্মকর্তারা স্থানীয় জনসাধারণদেরকে বিভিন্ন আইনি সেবা এবং পরামর্শ প্রদান করে থাকেন। এছাড়াও বিট কর্মকর্তারা নির্দিষ্ট দিনে বিভিন্ন সামাজিক সচেতনতা এবং অপরাধ দমন ও মাদকবিরোধী সভা আয়োজন করে থাকেন।
2