মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় কোটেশন ছাড়াই বিএমডিএর পুরাতন মালামাল গোপনে বিক্রির অভিযোগ উঠেছে সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্থানীয় এক ব্যবসায়ী বিএমডিএর অফিস সংলগ্ন এলাকা থেকে ট্রাক্টরে করে লাখ টাকার মালামাল অন্যত্র সরিয়ে নেয়। ঘটনাটি প্রকাশ হয়ে পড়ায় স্থানীয় প্রশাসনের মাঝে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষকে না জানিয়ে মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান সেচ কাজে ব্যবহৃত লক্ষাধিক টাকার লোহার পাইপসহ অন্যান্য মালামাল গোপনে বিক্রি করে দেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে অফিস খোলার আগেই বিএমডিএর অফিস সংলগ্ন এলাকা থেকে এসব মালামাল একটি ট্রাক্টরে করে সরিয়ে নেন প্রসাদপুর বাজারের ভাংড়ি ব্যবসায়ী জগন্নাথ দে। এসময় স্থানীয় সংবাদকর্মিরা ঘটনাস্থলে পৌঁছে ছবি ধারণ করলে কিছু মালামাল ফেলে রেখে সটকে পড়েন তিনি।
তবে, পুরাতন মালামাল বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন মান্দা বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘আমার অগোচরে স্টোর কিপার সন্দীপ চন্দ্র বর্মণ মালামালগুলো বিক্রির চেষ্টা করেছিলেন। বিষয়টি জানতে পেরে স্টোর কিপারকে শোকজ করেছি।’
বিএমডিএর নির্বাহী প্রকৌশলী শমসের আলী জানান, পুরাতন মালামালগুলো বিক্রির বিষয়ে অত্র দফতরকে অবহিত করা হয়নি। এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার
প্রধান কার্যালয় : বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী।
মেইল: newssomoyerkotha@gmail.com , editorsomoyerkotha@gmail.com মোবাইল : ০১৮১৭-১২২২৪৩