কামাল বারি
এ-দেহে বাংলা মায়ের রক্তস্রোত…
কণ্ঠে মায়ের ভাষা বাংলা—
বাংলা বর্ণমালার গান—;
বাংলা ভাবে বসন্ত বর্ষা ছয় ঋতুতে সমান প্রেমী—
রোদ বৃষ্টি ঝড় জোছনায় সমান ঝুঁকে থাকা বাংলায়;—
আহা, বাংলার সুকৃতি সুন্দর মানচিত্র!
দুখিনী মায়ের অশ্রুজলে ভেজা
সাহসী ভায়ের রক্তে লাল— উর্বর এই ভূমি;
এ-পাহাড় সমুদ্র নদী সমভূমে সাম্যের সূর্য জ্বলে;
আহা, কী দারুণ কাব্যে গাথায় শৌর্যে বীর্যে বাংলা!
মায়ের মুখের মধুভাষা
উত্থানের মর্মবাণী—
এই ভাষা মহাবর্ম
মহাশক্তির আধার জানি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।