নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সকাল ৮:২১। ১৯ জুলাই, ২০২৫।

‘মাসুদ রানা’ সিরিজের গল্পে আসছে ওয়েব ফিল্ম, থাকছেন মৌ

জুলাই ১৮, ২০২৫ ১০:০০
Link Copied!

অনলাইন ডেস্ক : নতুন রূপে ফিরছে কাজী আনোয়ার হোসেনের লেখা ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘আর্তনাদ’। উপন্যাসটি অবলম্বন করে নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। পরিচালনা করছেন আকা রেজা গালিব।

এর আগে মাসুদ রানা সিরিজের ১১তম বই ‘বিস্মরণ’ নিয়ে ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল প্রথম ‘মাসুদ রানা’ সিনেমা। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে মুক্তি পায় আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিত ‘এমআর-৯: ডু অর ডাই’। এবার নির্মিত হতে যাচ্ছে এই সিরিজের নতুন চিত্রায়ণ।

আরও পড়ুনঃ  জুলাই অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

‘আর্তনাদ’ উপন্যাসের মূল গল্প সত্তরের দশকের হলেও ওয়েব ফিল্মটির চিত্রনাট্যে আধুনিক সময়ের ছোঁয়া দেওয়া হয়েছে। চিত্রনাট্য লিখেছেন কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মায়মুর। প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম।

এ প্রসঙ্গে নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব ফিল্মটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। পর্দায় ফুটিয়ে তুলতে গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন আনা হয়েছে। আমরা চেয়েছি গল্পটি সময়োপযোগী করে দর্শকের সামনে উপস্থাপন করতে। পুরোটাই করা হয়েছে কাজী আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে।’

আরও পড়ুনঃ  থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ

এদিকে ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। তাকে দেখা যাবে এক মায়ের ভূমিকায়, যার জীবন এক রাতে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় সম্পূর্ণ বদলে যায়। ঘটনাক্রমে মেয়ের গোপন প্রেমিককে হত্যা করে ফেলেন তিনি। এরপর শুরু হয় সত্য গোপন রাখার লড়াই। মরদেহ লুকিয়ে ফেলেন, কিন্তু পুলিশের অনুসন্ধানে জড়িয়ে পড়েন নতুন এক সংকটে।

আরও পড়ুনঃ  রাবিতে জুলাই স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

এছাড়াও ওয়েব ফিল্মটিতে অভিনয়ে রয়েছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি ও ইহতেশাম আহমেদ টিংকু।

নির্মাতা জানিয়েছেন, কাজী আনোয়ার হোসেনের জন্মদিন উপলক্ষে ১৯ জুলাই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও সময়মতো কাজ শেষ না হওয়ায় তা সম্ভব হয়নি। বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।